প্রয়াত বার্সেলোনার প্রাক্তন তারকা ও কিংবদন্তি ফুটবলার লুইস সুয়ারেজ। ৮৮ বছর বয়স হয়েছিল তাঁর। একমাত্র স্প্যানিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি-অর জিতেছিলেন তিনি। ৬ বছর বার্সেলোনা ক্লাবে খেলেছেন। জিতেছেন একাধিক লা-লিগা খেতাবও।
এফসি বার্সেলোনা, ইন্টার মিলান, সাম্পাদোরিয়া-সহ একাধিক ক্লাবে খেলেছেন তিনি। স্প্যানিশ ফুটবলের অন্যতম সেরা তারকা তিনি। ১৯৬৪ সালে তাঁর নেতৃত্বেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেকেন তিনি। ১৯৫৫-১৯৬১ পর্যন্ত বার্সেলোনায় ছিলেন।
আরও পড়ুন: ব্রুকের ইনিংসে নাটকীয় জয়, অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যাসেজ জমিয়ে দিল ইংল্যান্ড