চিনের মাটিতে আজ ভারত-বাংলাদেশ যুদ্ধ। যুদ্ধই বটে। কারণ, এশিয়ান গেমসের ফুটবলে এই ম্যাচ জিততে পারলে, টুর্নামেন্টে আরও একটা ম্যাচের জন্য আশার আলো থাকবে ভারতের কাছে।
কিন্তু ড্র বা হেরে গেলে নয় বছর সব আশা শেষ হবে অধিনায়ক সুনীল ছেত্রীর কাছে। কারণ, অনেক ঝড় সামলে এবার এশিয়ান গেমসে ফুটবল খেলতে এসেছে ভারত।
আরও পড়ুন : এশিয়াড ফুটবলে প্রথম ম্যাচেই হার, সুনীলদের সামনে এবার বাংলাদেশ
প্রথম ম্যাচে চিনের কাছে বিধ্বস্ত হয়েছে ভারত। উল্টোদিকে মায়ানমারের কাছে হেরে এশিয়ান গেমস শুরু করেছে বাংলাদেশও। কিন্তু ভারতের থেকে গোল পার্থক্যে সামান্য এগিয়ে বাংলাদেশ। প্রথম ম্যাচে প্রস্তুতি ছাড়াই মাঠে নেমেছিল ভারত। তবে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্রাম নিয়ে মাঠে নামছেন স্তিমাচের ছেলেরা।
এদিকে ভারত-চিন ম্যাচে গ্যালারি থেকে উঠল চিনা স্বেচ্ছাসেবকের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ, রাহুল কেপির গোলের সময় ভারতীয়দের উচ্ছ্বাসে বাধা দেওয়ার।