১২ বছর পর বিশ্বকাপের ম্য়াচে জয় পেল অস্ট্রেলিয়া। শনিবার গ্রুপের ম্য়াচে তারা ১-০ গোলে হারিয়ে দিল তিউনিশিয়াকে। ম্য়াচে ২৩ মিনিটে একমাত্র গোল ডিউকের। এছাড়া গোটা ম্য়াচে বলার মত কিছু নেই। তিউনিশ ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করেন অস্ট্রেলিয়ার এই ফুটবলার।
কাতারে গরমে শুরু হয়েছিল এই ম্য়াচ। প্রথম ১০ মিনিট বেশ তেড়ে ফুঁড়েই শুরু করেছিল তিউনিশিয়া। কিন্তু ধীরে ধীরে ম্য়াচে ফেরে সকারুরা। হঠাৎ করে আক্রমণে ঝাঁজ বাড়াতে থাকে অস্ট্রেলিয়া। এই সময়েই বাঁ-দিক থাকা আসা একটি ক্রশ থেকে হেড করে গোল করেন ডিউক।
দ্বিতীয়ার্ধে আবার অস্ট্রেলিয়াকে চেপে ধরেছিল তিউনিশিয়া। কিন্তু ১০ জন মিলে ডিফেন্স করে ম্য়াচ বার করল অস্ট্রেলিয়া। এই ম্য়াচে সবেতেই পিছিয়ে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু আসল জায়গায় তারা হারিয়ে দিল তিউনিশিয়াকে। দু ম্য়াচে অস্ট্রেলিয়ার পয়েন্ট তিন। গ্রুপে দু নম্বরে উঠে এল অস্ট্রেলিয়া। সম ম্য়াচ খেলে এক পয়েন্ট তিউনিশিয়ার। গ্রুপের শেষ ম্য়াচে অস্ট্রেলিয়া খেলবে ডেনমার্কের বিরুদ্ধে। ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নামবে তিউনিশিয়া।