বুধবার আইএসএলে(ISL) ২-১ গোলে এফসি গোয়াকে হারালো এটিকে মোহনবাগান(ATK Mohun Bagan)। ২৩ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন এটিকের লিস্টন কোলাসো(Liston Colaco)। প্রথমার্ধে তাঁর করা গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান(ATKMB)।
দ্বিতীয়ার্ধে খেলার শুরুর পর ৫৬ মিনিটের মাথায় রয় কৃষ্ণার(Roy Krishna) দুরন্ত গোল। বুধবার গোটা ম্যাচ জুড়েই কার্যত নিষ্প্রভ লেগেছে গোয়ার(FC Goa) খেলোয়াড়দের। বল পজিশন বা বল পাসে এগিয়ে থাকলেও দলকে এগিয়ে নিয়ে যেতে পারেননি এফসি গোয়ার(FC Goa) খেলোয়াররা। অবশেষে ম্যাচের প্রায় শেষলগ্নে মেন্ডোজার(Mendoza) গোলে কিছুটা মুখরক্ষা হয় এফসি গোয়ার(FC Goa)।
এটিকে মোহনবাগানের(ATKMB) কোচের পদ থেকে আন্তোনিয়ো লোপেস হাবাস সরে যাওয়ার পরে তাঁর আসনে বসেন এফসি গোয়া কোচ জুয়ান ফেরান্দো(Juan Ferrando)। বুধবার নিজের সদ্য প্রাক্তন দলের বিপক্ষে কার্যত নিজেকে প্রমাণের ম্যচে সসম্মানেই উত্তীর্ণ হলেন জুয়ান ফেরান্দো(Juan Ferrando)।
বুধবারের ম্যাচে জিতলেই এটিকে মোহনবাগান(ATKMB) পৌঁছে যাবে দ্বিতীয় স্থানে। মঙ্গলবার রাতে অনুশীলনের সময়ে সে কথাই রয় কৃষ্ণা, প্রীতম কোটালদের মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন ফেরান্দো(Juan Ferrando)। আর কোচের সেই কথাই একেবারে অক্ষরে অক্ষরে পালন করে দেখাল সবুজ-মেরুনের খেলোয়াড়রা।