পরিশ্রমের (Work hard) কোনও বিকল্প হয় না। নিজেদের টুইটার (Twitter) হ্যান্ডেলে অনুশীলনের ছবি পোস্ট করে এমন ক্যাপশন লিখেছেন এটিকে-মোহনবাগানের (Atk-Mohun Bagan) টিম ম্যানেজমেন্ট। ঠিক তাই, পরিশ্রমের সত্যিই কোনও বিকল্প হয় না। গত মরশুমের মতো এবারও তা প্রমাণ করেছে সবুজ-মেরুন (Green and maroon)। ময়দানে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল (East Bengal) শেষ ম্যাচে হেরে ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super Leauge) লজ্জার অভিযান শেষ করেছে। সেখানে সোমবার এটিকে-মোহনবাগানের লক্ষ্য জামশেদপুরকে (Jamshedpur Fc) হারিয়ে লিগ শীর্ষে ওঠার। সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছে। তাই এবার টার্গেট পয়েন্ট তালিকার শীর্ষে থেকে টুর্নামেন্টের লিগ পর্ব শেষ করা।
১৯ ম্যাচে ৪০ পয়েন্ট জামশেদপুরের। সমসংখ্যক ম্যাচ খেলে ৩৭ পয়েন্ট সবুজ-মেরুনের। বেঙ্গালুরু এবং চেন্নাইয়ানের বিরুদ্ধে জিতে আত্মবিশ্বাস বেড়েছে রয় কৃষ্ণা, লিস্টন কোলাসোদের। নক-আউটের আগে গোলে ফিরছেন সবুজ-মেরুন প্রাণভ্রোমরা রয় কৃষ্ণা। এই আইএসএলে ভারতীয়দের মধ্যে এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা লিস্টন। তবুও, জামশেদপুরের বিরুদ্ধে মাঠে নামার আগে সতর্ক এটিকে-মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরেন্দো।
আরও পড়ুন : ২৬ মার্চ থেকে শুরু আইপিএল, প্রথম ম্যাচে চেন্নাইয়ের মুখোমুখি হবে কলকাতা
কারণ, তিনি মনে করেন পরিশ্রমের কোনও বিকল্প নেই। সেমিফাইনালের আগে এটাই এখন রিংটোন গোটা সবুজ-মেরুনের।