হায়দরাবাদকে পেনাল্টি শুটআউটে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে এএফসি কাপে যোগ্যতা অর্জন মোহনবাগানের। বুধবার লড়াই করে জয় ছিনিয়ে নিল সবুজ-মেরুন।
কোঝিকোড়ে এদিন প্রথম থেকেই মজবুত ডিফেন্স নিয়ে খেলতে শুরু করে হায়দরাবাদ। ২০ মিনিটের মাথায় গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন পেত্রাতোস। হাফটাইমের আগেই গোল শোধ করে হায়দরাবাদ। দ্বিতীয়ার্ধে কড়া আক্রমণ ও প্রতি-আক্রমণে গোলের মুখ খুলতে পারেনি কোনও দলই। এক্সট্রা টাইম থেকে পেনাল্টিতে খেলা গড়ায়।
পেনাল্টিতে হায়দরাবাদের জোয়া ছাড়া গোল করতে পারেননি কোনও ফুটবলার। পেত্রাতোস, লিস্টন কোলাসো, কিয়ানের শটে জয় নিশ্চিত করে বাগান। এই ম্যাচ জিতেই এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন সবুজ-মেরুনের।