ATK Mohun Bagan : এএফসি কাপে আজ এটিকে-মোহনবাগানের প্রতিপক্ষ বাংলাদেশের বসুন্ধরা

Updated : May 21, 2022 08:51
|
Editorji News Desk

প্রথম ম্য়াচে কেরলের গোকুলামের কাছে হেরে এখন বেশ বেকায়দায় এটিকে-মোহনবাগান। এই অবস্থায় আজ বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে মাঠে নামছে সবুজ-মেরুন। কিন্তু মাঠে নামার আগে একাধিক চিন্তা এখন এটিকে-মোহনবাগান (Atk-Mohun Bagan) কোচ জুয়ান ফেরেন্দোর (Juan Ferendo) মাথা। কারণ, তিরির (Tiri) চোট, বুমোস (Hugo Bumos) নাও খেলতে পারেন। এর উপর অনিশ্চিত সন্দেশ জিঙ্ঘান (Sandesh Jingan)। তবুও আত্মবিশ্বাসী সবুজ-মেরুন কোচ। তাই বাংলাদেশের বসুন্ধরার (Basundhara Kings) বিরুদ্ধে মাঠে নামার আগে ফেরেন্দো জানালেন, তাঁরা তাঁদের পরিকল্পনার উপর ভরসা করেই খেলবেন। কে আছেন, কে নেই, তা ফুটবলে সবসময়ে হয়ে থাকে। তাই ছোট বিষয়কে গুরুত্ব না দিয়ে স্প্যানিশ কোচ চান ফুটবলে ফোকাস করতে।

ফেরান্দো মনে করছেন, শনিবারের লড়াই মনস্তাত্ত্বিক হতে চলেছে। বলেছেন, “এই ম্যাচে সত্যিই মনস্তাত্ত্বিক লড়াইটা বেশি। বিশ্রামের জন্য আমরা মাত্র এক দিন হাতে পেয়েছি। প্রস্তুতির জন্য বেশি সময় পায়নি কোনও দলই। দুটো ম্যাচের মাঝখানে ছ’-সাত দিন থাকলে অনেক ভাবনাচিন্তা করা যায়। এই দু’দিনে দলের পারফরম্যান্স, মানসিকতা দুই দিক নিয়েই ভেবেছি। তাই জানি, দলের ছেলেরা এখন পরের ম্যাচের জন্য মানসিক ভাবে তৈরি।”

সবুজ-মেরুন কোচের চিন্তার কারণ থাকাই স্বাভাবিক। এই গ্রুপে সবচেয়ে কঠিন দলের নাম বসুন্ধরা কিংস। তার বিরুদ্ধে আজ মাঠে নামতে চলেছে এটিকে-মোহনবাগান। টুর্নামেন্টে থাকতে হলে এই ম্যাচ জিততে হবে সবুজ-মেরুনকে। তাই সমর্থকরা তাকিয়ে রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসদের উপরেই। যদিও কানাঘুষো শোনা যাচ্ছে এই ম্যাচের আগেই নাকি মুম্বইতে আগামী মরশুমের জন্য় নাম লিখিয়ে ফেলেছেন ডেভিড উইলিয়ামস। 

ATK Mohun Baganafc cup

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও