নতুন দিন, নতুন শুরু। ইন্ডিয়ান সুপার লিগে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামার আগে এমনটাই মনে করেন এটিকে-মোহনবাগান কোচ জুয়ান ফেরেন্দো। এই ম্য়াচ খেলতে নামার আগে চার ম্য়াচে সবুজ-মেরুনের পয়েন্ট সাত। পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে কলকাতার এই বড় প্রধান। ডার্বি জয় অতীত হয়েছে। আইএসএলে শেষ ম্য়াচে মুম্বই সিটি এফসির কাছে দুই-দুই ড্র করেছে সবুজ-মেরুন। তাই নর্থ-ইস্টের বিরুদ্ধে মাঠে নামার আগে ফেরেন্দো জানিয়েছেন, একটা হার বা একটা ড্র তাঁর দলকে প্রভাবিত করতে পারবে না।
এই আইএসএলে এখনও পর্যন্ত খাতাই খুলতে পারেনি হাইল্যান্ডাররা। তাদের বিরুদ্ধেও বেশ সতর্ক বাগান কোচ। স্প্যানিশ কোচের দাবি, একটা নব্বই মিনিটে অনেক কিছু ওলট-পালট হয়ে যেতে পারে। তাই লেনিকে ছাড়াই এই ম্য়াচ থেকে তিন পয়েন্ট নেওয়ার জন্য পুরো শক্তি নিয়েই ঝাঁপাবে এটিকে-মোহনবাগান।
ডার্বির পর কলকাতার কোনও ক্লাবই পরের ম্য়াচ জিততে পারেনি। ইস্টবেঙ্গল হেরেছে। আর মোহনবাগান হার বাঁচিয়েছে। পার্থক্য এটাই। পয়েন্ট তালিকায় যা অবস্থা, তাতে বেশ উপরের দিকে থাকলেও খুব স্বস্তিতে নেই সবুজ-মেরুন। আর এটাই ভাবাচ্ছে স্প্যানিশ কোচকে। তাই বৃহস্পতিবার টার্গেট তিন পয়েন্ট, হাতে আছে দিমিত্র পেত্রাতোস।