এবার এখনও পর্যন্ত একটি ম্যাচেও জিততে পারেনি নর্থ ইস্ট ইউনাইটেড। শনিবার আইএসএলে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নামছে এই দল। শেষ ম্যাচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে হেরেছে নর্থ-ইস্ট। জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না জুয়ান ফেরান্দো।
আইএসএলে নামার আগে চোটে জর্জরিত গোটা দল। দলে একের পর এক তারকা ফুটবলার চোটের জন্য বাদ পড়েছেন। চোটে ছিটকে গিয়েছেন, ফ্লোরেন্তিন পোগবা। পোগবার বদলে টিমে এসেছেন স্লাভকো ডাময়ানোভিচ। দলে গোল করার কথা মাথায় রেখে মিডফিল্ডার কাউকোর বদলে নতুন স্ট্রাইকার আনতে পারে এটিকে মোহনবাগান। এক বিদেশির সঙ্গেও এই নিয়ে কথাবার্তা হয়ে গেছে। কিন্তু জানুয়ারির আগে টিমে যোগ দিতে পারবেন না কোনও নতুন ফুটবলার। নর্থ ইস্টের বিরুদ্ধে চোটের জন্য টিমে থাকতে পারবেন না হুগো বুমোও।
নর্থ ইস্টকে তাই হালকা ভাবে নিতে চাইছেন না কোচ জুয়ান ফেরান্জো। তিনি জানান, এই ম্যাচে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। টিমে অনেক ফুটবলার নেই। তাই পূর্ণশক্তিতেই লড়াই করবে এটিকে মোহনবাগান।