ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আইএসএলের প্রথম ম্যাচেই জয়। রবিবার কেরল ব্লাস্টার্সের সামনে এটিকে মোহনবাগান। দিকে আইএসএলের প্রথম ম্যাচে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ঘরের মাঠে ১-২ গোলে হারতে হয়েছে। এবার টুর্নামেন্টে প্রথম জয়ের অপেক্ষায় সবুজ মেরুন।
প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছিল কেরল ব্লাস্টার্স। প্রতিপক্ষ হিসেবে যে কোনও টিমের ত্রাস তাঁদের লাইন আপ। টিমে আছেন আদ্রিয়ান লুনার মতো ফুটবলার। গত ম্যাচে চেন্নাইয়ানের বিরুদ্ধে মোহনবাগানের হয়ে একমাত্র গোল পেয়েছিলেন মনবীর সিং। রবিবার কেরলের বিরুদ্ধে তাঁর দিকেই নজর থাকবে টিম ম্যানেজমেন্টের। কেরলের বিরুদ্ধে তিন পয়েন্টেই নজর কোচ জুয়ান ফেরান্দোর। ৩০ অক্টোবর ডার্বি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে ছন্দে ফেরার অপেক্ষায় সবুজ-মেরুন।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশ তৈরি ভারতের, প্রস্তুতি ম্যাচের আগে জানালেন রোহিত শর্মা
এ বার মরশুমের শুরু থেকে তেমন ছন্দে নেই এটিকে মোহনবাগান। ডুরান্ড কাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর AFC কাপ থেকেও ছিটকে যায় জুয়ান ফেরান্দোর টিম। আইএসএলের প্রথম থেকেই পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা মজবুত করতে চান প্রীতম কোটালরা।