৩-০। আইএসএলের ফাইনালে (ISL 2022) পৌঁছতে গেলে এই ফলই চাই এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। কোচ জুয়ান ফেরান্দো তাই প্রথম থেকেই আক্রমণের ছকে ঘুঁটি সাজাচ্ছেন টিমের। বুধবার আইএসএলের সেমিফাইনালের দ্বিতীয় লেগে হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বিরুদ্ধে নামছে সবুজ-মেরুন ব্রিগেড।
সেমিফাইনালের (Semi Final) প্রথম লেগে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ১-৩ গোলে হারতে হয়েছে এটিকে মোহনবাগানকে। দ্বিতীয় লেগে আগের ম্যাচের ভুলগুলো দ্বিতীয়বার করতে চাইছে না এটিকে মোহনবাগান। হুগো বুমোস, রয় কৃষ্ণা, সন্দেশ জিঙ্ঘানদের খোলা মনে খেলার পরামর্শ কোচ ফেরান্দোর। তাঁর মতে, প্রথম আধঘণ্টা ছন্দ ধরে রাখলেই পরে গোল আসবে।
আরও পড়ুন: কবাডি মাঠে গুলি করে খুন, পাঞ্জাবের জলন্ধরে দুষ্কৃতী হামলায় মৃত্যু সন্দীপ নাঙ্গলের
এটিকে শিবিরে সমস্যা তিরিকে না পাওয়া। গত ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন। তিনি না খেললে রক্ষণ নিয়ে চিন্তা থাকছে টিমের। লিস্টন কোলাসো ও প্রবীর দাসকে নিয়ে আক্রমণের ছক সাজাচ্ছেন কোচ। ভালো ফর্মে আছেন মনবীর সিংও।