মুম্বই সিটির (Mumbai City FC) বিরুদ্ধে ফের ব্যর্থ এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। আইএসএলের ফাস্ট বয়ের বিরুদ্ধে ঘরের মাঠে ১-০ গোলে হারল সবুজ মেরুন ব্রিগেড। ২৯ মিনিটে মুম্বইয়ের হয়ে গোল করলেন চাংটে।
ম্যাচে শুরু থেকেই ফেভারিট হিসেবে শুরু করেছিল মুম্বই সিটি এফসি। তবে গোটা ম্যাচে ভাল ফুটবল খেলেও হারতে হল জুয়ান ফেরান্দোদের। কিন্তু পজিটিভ স্ট্রাইকারের অভাব ফের ভোগাল টিমকে। লালিয়ানজুয়ালা চাংটের একটি গোলই গোটা ম্যাচের পার্থক্য তৈরি করে দিল। আর মুম্বইয়ের রক্ষণ ভেঙে এগোতে পারেনি গোটা টিম।
আরও পড়ুন: ধোনিকে সরাতে চেয়েছিলেন বিরাট! শান্ত করেছিলেন রবি শাস্ত্রী, জানালেন দলের ফিল্ডিং কোচ
এই ম্যাচ জিতলে আইএসএলে গ্রুপ শীর্ষে ওঠার আশা জিইয়ে থাকত এটিকে মোহনবাগানের। কোনট মুম্বই গাঁট পেরোতে পারল না সবুজ-মেরুন।