এবারের মতো এএফসি অভিযান শেষ এটিকে-মোহনবাগানের। বুধবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এএফসির আন্ত আঞ্চলিক সেমিফাইনালে সুবজ-মেরুনকে তিন-এক গোলে উড়িয়ে দিল মালয়েশিয়ার কুয়ালা লামপুর সিটি এফসি। ম্যাচের প্রথমার্ধ ছিল গোল শূন্য়।
ষাট মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় মালশিয়ার ক্লাব। এরপর ঠিক নব্বই মিনিটের মাথায় বাগানকে ম্য়াচে ফেরান ফরদিন আলি মোল্লা। তাঁর গোলে সমতায় ফেরে এটিকে-মোহনবাগান। কিন্তু ৯২ এবং ৯৫ মিনিটে পর পর গোল হজম করে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল সবুজ-মেরুন।
মরশুমটা এখনও পর্যন্ত ভাল হল না জুয়ান ফেরেন্দোর কাছে। ডুরান্ড থেকে বিদায় হয়েছে। এএফসিও হাতছাড়া হয়ে গেল। সামনে আসছে আইএসএল। ৭ অক্টোবর থেকে এবার শুরু এই টুর্নামেন্ট।