এএফসি কাপে (AFC Cup) হার এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। ৪-২ গোলে গোকুলামের বিরুদ্ধে হারল সবুজ মেরুন ব্রিগেড। বুধবার এএফসি গ্রুপ পর্বের প্রথম ম্যাচে গোকুলামের বিরুদ্ধে দাঁড়াতেই পারল না মোহনবাগান।
বুধবার এএফসি কাপের ম্যাচে টিমেছিলেন না সন্দেশ ঝিঙ্ঘান (Sandesh Jhinghan)। প্রথমার্ধে চোট পেয়ে উঠে যান তিরি। যার ফলে এটিকে রক্ষণ অনেকটাই আলগা হয়ে পড়ে। এদিন ম্যাচে ডেভিড উইলিয়ামসনের সঙ্গে ছিলেন তিরি ও জনি কাউকো। প্রথমার্ধে পরপর তিনটি সুযোগ কাজে লাগালে ফলাফল অন্যরকম হতে পারত। প্রবীর দাস, রয় কৃষ্ণারা সুযোগ তৈরি করেছিলেন। কোনও টিমই গোল করতে পারেননি। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা নিজেদের রাশে নিয়ে যায় গোকুলাম এফসি।
আরও পড়ুন: বুধবার এএফসি কাপে নামছে এটিকে মোহনবাগান, প্রতিপক্ষ গোকুলাম এফসি
দ্বিতীয়ার্ধে প্রথম গোল পায় গোকুলামই। ৫০ মিনিটে মাজসেনের গোলে এগিয়ে যায় তাঁরা। ৫৩ মিনিটে সমতা ফেরায় এটিকে মোহনবাগানও। লিস্টন কোলাসোর পাসে গোল করেন প্রীতম কোটাল। কিন্তু শেষ রক্ষা হয়নি। তিরি উঠে যাওয়ার পরই এটিকের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে ৪ গোল করে গোকুলাম এফসি।