কলকাতা লিগের সুপার সিক্স নিয়ে এখনও জট অব্যহত। শনিবার আইএফএ-এর বৈঠকের পর বেঁকে বসল এটিকে মোহনবাগান। তাঁরা জানিয়েছে, এই মুহূর্তে তাঁদের কলকাতা লিগ খেলা সম্ভব নয়। তবে কলকাতা লিগের সুপার সিক্সে খেলা নিয়ে আপত্তি নেই ইস্টবেঙ্গল বা মহমেডানের। সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই সুপার সিক্সের সূচি প্রকাশ করবে আইএফএ।
সুপার সিক্সের সূচি নিয়ে প্রতিটি ক্লাবের সঙ্গেই শনিবার বৈঠকে বসে আইএফএ। সেখানে এটিকে মোহনবাগান কলকাতা লিগে খেলা নিয়ে আপত্তি তোলে। এর আগে জাতীয় দলে ফুটবলার চলে যাওয়ার কারণ দেখায় এটিকে মোহনবাগান। শুক্রবার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন মাত্র তিন জন ফুটবলার। ফুটবলার সমস্যা নেই দলে। তবে কী সমস্যা, তা জানা যায়নি। প্রথমে বলা হয়েছিল, ১০-৩০ সেপ্টেম্বরের মধ্যে লিগ হলে খেলবে এটিকে মোহনবাগান।
এদিন বৈঠকে ছোট ক্লাবগুলি জানিয়ে দিয়েছে, দীর্ঘদিন ধরে লিগ চললে, তাদের পক্ষে বিদেশি ফুটবলার ধরে রাখা অসুবিধা হয়। তাই দ্রুত লিগ শেষ করার অনুরোধ করেছেন তাঁরা।