বুধবার এএফসি কাপের লড়াইয়ে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। প্রতিপক্ষ গোকুলাম এফসি (Gokulam Kerala FC)। গ্রুপ ডি নকআউট পর্বে নামছে সবুজ মেরুন শিবির।
শনিবার আই লিগে (I League) জয় পায় গোকুলাম এফসি। গোটা টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচে হেরেছে গোকুলাম এফসি। কিন্তু এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো জানান, তাঁরা চ্যালেঞ্জ নিতে তৈরি। তিনি জানান, "গোকুলাম কেরালা ভাল ফর্মে আছে। আমরা প্রস্তুতির জন্য তিন সপ্তাহ পেয়েছি। দলের প্রস্তুতি নিয়ে খুশি। নতুন করে শুরু হতে চলেছে। আমরা সেরাটা দেওয়ার জন্য তৈরি।"
আরও পড়ুন: পাঞ্জাবকে ১৭ রানে হারিয়ে প্লে-অফের কাছে দিল্লি, চাপ বাড়ছে কেকেআরের উপর
গোকুলাম কেরালার কোচ জানান, এএফসি কাপে খেলা একটা বড় সুযোগ। আইলিগ টিম হলেও প্রতিপক্ষের থেকে খুব একটা পিছিয়ে নেই। এটিকে মোহনবাগান টিমকেও গুরুত্ব দিচ্ছেন গোকুলাম কেরালার কোচ। তিনি জানান, "আমি অনেকটাই আবেগপ্রবণ। আইএসএল টিমের বাজেট অনেক বেশি। অন্য অনেক টিমের থেকে এটিকের বাজেট আরও বেশি। কিন্তু বাজেট থাকলেই প্লেয়ার হয় না। তবে প্রতিপক্ষের দায়বদ্ধতা ও সম্মান অনেকটাই গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ হিসেবে এটিকে মোহনবাগান সহজ নয়।"