দীপক টাংরির পরিবর্তে মাঠে নেমেছিলেন। ৬৪, ৯০ ও ৯১ মিনিটে পরপর তিনটি গোল করে ডার্বির নায়ক কিয়ান নাসিরি (Kiyan Nassiri)। এই মরশুমে ডার্বিতে প্রথম জয় এসেছিল অ্যান্তোনিও হাবাসের (Antenio Habas) আমলে। মরশুমের শেষ ডার্বিতেও এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) হয়ে বাজিমাত করলেন আরেক স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrendo)। ম্যাচের পর হেড কোচ জানালেন, নাশিরিকে নামানোর সিদ্ধান্ত কেন নিয়েছিলেন তিনি।
ফেরান্দো জানান, "ছক পরিবর্তন করানোর জন্য নামানো হয়েছিল নাসিরিকে। কিয়ান মাঠে খুবই পরিশ্রম করে। অনেকটাই উন্নতি করেছে। ম্যাচ যখন কঠিন হয়ে যাচ্ছিল, তখন ছক পালটানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ওকে 'নম্বর নাইন'-এ ব্যবহার করা হয়েছিল। ওর সাফল্যে আমরা খুশি।"
আরও পড়ুন: আইএসএল ডার্বির রং সবুজ-মেরুন, জামশিদ পুত্র কিয়ানের হ্যাটট্রিকে বড় ম্যাচে নিভল মশাল
দলের রক্ষণ নিয়ে এখনও খুশি নন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। লিস্টন কোলাসের ভুলে ইস্টবেঙ্গল রক্ষণ ভেঙে প্রথম গোল তুলে নেয়। সেই নিয়ে সতর্ক থাকতে হবে টিমকে। কোচ বলেন, "সবাইকে বল পায়ে রাখতে হবে। জায়গা তৈরি করে আক্রমণে এগিয়ে যেতে হবে। আবার প্রয়োজনে নেমে এসে ডিফেন্স করতে হবে। এগুলো ফুটবলাররা ধাপেধাপে বুঝে নিলে টিম ভালো খেলবে।"