পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-১ গোলে জয় এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। সবুজ-মেরুনের হয়ে গোল করলেন লিস্টন কোলাসো (Liston Collaco) ও মনবীর সিং (Manveer Singh)। একটি গোল ফেরালেও ম্যাচে ফিরতে পারেনি হায়দরাবাদ এফসি।
এদিন প্রথমার্ধের ১২ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন এটিকে মোহনবাগানের ফুটবলার প্রবীর দাস। তবে হায়দরাবাদ এফসির আক্রমণকে আটকে দেয় সবুজ-মেরুনের ডিফেন্স ব্রিগেড। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই এটিকে মোহনবাগানের হয়ে প্রথম গোল করেন লিস্টন কোলাসো। ঠিক তিন মিনিট পর ৫৯ মিনিটে টিমের হয়ে দ্বিতীয় গোল করেন মনবীর সিং। হায়দরাবাদ এফসির হয়ে প্রথম গোল করেন জোয়েল চিয়ানেস। কিন্তু ৯০ মিনিটের শেষে সমতা ফেরাতে পারেনি হায়দরাবাদ এফসি।
আরও পড়ুন: আইএসএলে ১-২ গোলে ওড়িশা এফসির বিরুদ্ধে হার এসসি ইস্টবেঙ্গলের
এদিন হায়দরাবাদ এফসিকে হারিয়ে পয়েন্ট টেবিলে ভালো জায়গায় পৌঁছে গেল এটিকে মোহনবাগান।