এশিয়ান গেমসের জন্য ভারতের ফুটবল দল ঘোষণা ভারতীয় ফুটবল ফেডারেশনের। দলকে নেতৃত্ব দেবেন সুনীল ছেত্রী। ১৭ জনের দলে স্থান পাননি গোলকিপার গুরপ্রিত সিং সাধু ও সন্দেশ জিঙ্ঘানের। কোচ হিসেবে থাকবেন ইগর স্টিমাচই।
এশিয়ান গেমসের প্রস্তুতি শিবির নিয়ে ফেডারেশনের সঙ্গে আইএসএল ক্লাবগুলির টানাপোড়েন চলছে। এরই মধ্যে বুধবার এশিয়ান গেমসের দল ঘোষিত হয়ে গেল। ১৯ সেপ্টেম্বর, চিনের হ্যাংঝৌতে নামবে ভারত। এদিকে ২১ সেপ্টেম্বর শুরু হচ্ছে আইএসএল। তাই ক্লাবগুলি ফুটবলারদের ছাড়তে চায়নি। আবেদন করেন স্তিমাচ। কানে দেয়নি ক্লাবগুলি।
এশিয়ান গেমসে প্রত্যেক দেশ অনূর্ধ্ব ২৩ ফুটবলার নামাবে। তিন জন সিনিয়র ফুটবলারকে রাখার নিয়ম আছে। স্তিমাচ ঠিক করেন সিনিয়র হিসেবে সুনীল, সন্দেশ ও গুরপ্রীতকে পাঠাবেন। কিন্তু সুনীল বাদে আর কাউকে ছাড়েনি ক্লাবগুলি।