মায়ানমারের সঙ্গে এক-এক ড্র করে এশিয়ান গেমস ফুটবলের নকআউটে ভারত। ১৩ বছর পর এশিয়ান গেমসের মঞ্চে ইতিহাস তৈরি করলেন সুনীল ছেত্রীরা। মায়ানমারের সঙ্গে ড্র করার ফলে গ্রুপ থেকে রানার্স হয়েই পরের রাউন্ডে গেল ভারত। নকআউটে ভারতের প্রতিপক্ষ হতে পারে সৌদি আরব।
ম্যাচের তেইশ মিনিট পেনাল্টি পায় ভারত। বাংলাদেশের পর মায়ানমার ম্যাচে ভারতের ত্রাতা হন সেই অধিনায়ক সুনীল ছেত্রী। তাঁর গোলেই লিড পায় ভারত। এরপর বাকি সময়টা মায়ানমার ঝড় সামালাতে হয় ভারতকে। ৭৩ মিনিটে গোল শোধ করে মায়ানমার।
২০১০ সালে শেষবার এশিয়ান গেমসের নকআউটে উঠেছিল ভারত। সিঙ্গাপুরকে চার-এক গোলে হারিয়ে এশিয়ান গেমসের নকআউটে উঠেছিল ভারতীয় ফুটবল দল।
১৩ বছর আগে ভারতের দৌড় শেষ হয়েছিল জাপানের সামনে। পাঁচ গোলে হেরে এশিয়ান গেমস থেকে বিদায় নিয়েছিল ভারত। কিন্তু চিনের মাঠে মায়ানমার ঝড় সামলে দিলেন সন্দেশ ঝিঙ্ঘানরা।
গুরকিরাত এবং রহিম আলিরা যদি সহজ সুযোগ নষ্ঠ না করতেন, তাহলে মায়ানমারের বিরুদ্ধে ভারতের ব্যবধান বাড়তেই পারত। এদিন এক বিন্দুতে দাঁড়িয়ে গ্রুপের শেষ ম্যাচ শুরু করেছিল দু দেশ।
আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে ৪০০ রানের টার্গেট ভারতের, বিধ্বংসী ইনিংস রাহুল -সূর্যকুমারের
ভারত ও মায়ানমারের অধিনায়কদের বয়স পার্থক্য প্রায় সতেরো বছরের। কিন্তু এই পার্থক্যই ভারতকে এশিয়ান গেমস ফুটবলে এক ধাপ এগিয়ে দিল। বয়স শুধু সংখ্যামাত্র। সেটাই চিনের মাঠে বুঝিয়ে দিলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী।