বুধবার এশিয়ান গেমসে ভারতের একাধিক ইভেন্ট। নামবেন বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা। তাদের মধ্যে নিঃসন্দেহে বড় নাম নীরজ চোপড়ায এছাড়া,স্কোয়াশে নামছেন বাংলার সৌরভ ঘোষাল। ব্যাডমিন্টনে পি ভি সিন্ধু, এইচ এস প্রণয়, কিদাম্বি শ্রীকান্তদেরও ম্যাচ আছে।
৪টে ৩৫ মিনিট
অ্যাথলেটিক্স
নীরজ চোপড়া, কিশোর কুমার জেনা
৪টে ৩০ মিনিট
অ্যাথলেটিক্স
ছেলেদের হাইজাম্প ফাইনাল
সন্দেশ জেসে, সর্বেশ কুশারে
৪টে ৩০ মিনিট
অ্যাথলেটিক্স
ছেলেদের হাই জাম্প ফাইনাল
৪টে ৪০ মিনিট
অ্যাথলেটিক্স
মেয়েদের ট্রিপল জাম্প ফাইনাল
৪টে ৫৫ মিনিট
অ্যাথলেটিক্স
মেয়েদের ৮০০ মিটার ফাইনাল
৫টা ১০ মিনিট
অ্যাথলেটিক্স
ছেলেদের ৫০০০ মিটার ফাইনাল
৫টা ৪৫ মিনিট
অ্যাথলেটিক্স
মেয়েদের ৪x৪০০ মিটার রিলে ফাইনাল
৬টা ৫ মিনিট
অ্যাথলেটিক্স
ছেলেদের ৪x৪০০ মিটার রিলে ফাইনাল
কুস্তি
৭টা ৩০মিনিট
৬৭, ৮৭, ৬০, ৭৭ কেজি বিভাগে ফাইনালে নামছেন চার ভারতীয়।
স্কোয়াশ
৯টা ১০ মিনিট
স্কোয়াশে সেমিফাইনাল ম্যাচে নামছেন দীপিকা পাল্লিকল, হারিন্দর পাল সিং সাঁধু, অনাহত সিং ও অভয় সিং। সিঙ্গলস সেমিফাইনালে সৌরভ ঘোষাল।
বক্সিং
১১টা ৩০ মিনিট
মেয়েদের ৫৭ কেজি সেমিফাইনালে নামছেন পারভিন হুডা
১টা ১৫ মিনিট
মেয়েদের ৭৫ কেজি ফাইনাল
লাভলিনা বোরগোঁহাই
হকি
ছেলেদের সেমিফাইনাল
ভারত-দক্ষিণ কোরিয়া
১টা ৩০ মিনিট