সব তর্ক শেষ। কাতারে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina World Cup Win)। বিশ্বকাপ জয় লিওনেল মেসির। ফ্রান্সের বিরুদ্ধে নাটকীয় ফাইনাল জিতে বিশ্বকাপের শেষ ম্যাচে সাফল্যের শিখরে। ৩৬ বছর পর বিশ্বজয়ের মুকুট আর্জেন্টিনার। ১৯৯০ সালে হয়নি। ২০১৪ সালেও হয়নি। ২০২২ এসে সময়ের চাকা ঘুরল। ২০ বছর পর লাতিন আমেরিকায় এল বিশ্বকাপ।
গ্যালারিতে তখন সমর্থকদের গলায় তখন মুচাচোর (Muchachos) আবেগ। আবেগে ভাসছে বুয়েন্স আয়ার্স থেকে বার্সেলোনা। দোহায় যারা এই বিশ্বকাপ জয়ের সাক্ষী থাকলেন, তাঁদের যেন বিশ্বাস হচ্ছে না। । কেউ কেঁদে ফেলছেন। কেউ জামা খুলে ওড়াচ্ছেন। মাঠেও তখন একই আবেগ। এতদিনের অধরা ট্রফি। এতদিনের অপূর্ণতা, যেন পূর্ণ হল এতদিনে। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ভামোস আর্জেন্টিনা।
আরও পড়ুন: স্বপ্নের ম্যাচে মেসিই বাস্তব, কাজানের দেনা শোধ করে ৩৬ বছর পর বিশ্বকাপ আর্জেন্টিনার