প্রতীক্ষার অবসান। বাংলাদেশ হয়ে কলকাতা এলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার দমদম বিমানবন্দরে আর্জেন্টাইন এই তারকাকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রাজ্যের তরফে বিমানবন্দরে হাজির ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। মঙ্গলবার কলকাতায় ঠাসা সূচি রয়েছে মার্টিনেজের। এরমধ্যে মোহনবাগান মাঠে যাবেন তিনি। সেখানে তাঁকে দেওয়া হবে বিশেষ সংবর্ধনা। বিশ্বজয়ী গোলকিপারের সামনে মঙ্গলবার মাঠে নামছেন হেমন্ত ডোরা, শিল্টন পালরা।
মঙ্গলবার মোহনবাগানের পেলে-মারাদোনা-সোবার্স গেট উদ্বোধন করবেন বিশ্বজয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। অতীতে এই মোহনবাগান মাঠেই ১১ মিনিটের জাদু দেখিয়ে গিয়েছিলেন দিয়েগো মারাদোনা। এবার ঐতিহ্যের মোহনবাগানে আসবেন আরেক আর্জেন্টাইন।
তার আগে সবুজ-মেরুন যে অল স্টার দল ঘোষণা করেছেন, তাতে দেখা যাবে দীপেন্দু বিশ্বাস, শেখ আজিম, হুসেন মুস্তাফি, দুলাল বিশ্বাস, শঙ্করলাল চক্রবর্তীর মতো প্রাক্তন তারকা ফুটবলারদের। এই সফরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন মার্টিনেজ। কলকাতায় আসার আগে তিনি দেখা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তাঁকে আর্জেন্টিনার বিশ্বকাপের জার্সি উপহার দেন মার্টিনেজ।