প্যারিস অলিম্পিক খেলবে আর্জেন্টিনা। মাঠের বাইরে বসে দেখবে গতবারের সোনা জয়ী ব্রাজিল। কারণ, ব্রাজিলকে হারিয়েই প্যারিসে অলিম্পিক খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। যোগ্যতার ম্যাচে লিও মেসির দেশ এক-শূন্য গোলে হারিয়েছে নেইমারের দেশ ব্রাজিলকে। ৭৭ মিনিটে লুসিয়ানো গোন্দোর গোলেই ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। প্যারিসে যোগ্যতা পেয়েই অলিম্পিকে মেসিকে খেলাতে তৎপর হল আর্জেন্টিনা।
২০১৬ ও ২০২০ সালের সোনাজয়ী ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ভেনেজুয়েলা ও প্যারাগুয়ের বিরুদ্ধে ড্র করে চাপে ছিল জেভিহার মাসচেরানোর দল। ৭৭ মিনিটে গোন্দোর গোলে স্বস্তির শ্বাস ফেলল আর্জেন্টিনা। ২০০৪ সালের পর এই প্রথম অলিম্পিকে ফুটবল খেলবে না ব্রাজিল।
২০০৮ সালে বেজিং অলিম্পিকে বিশ্ব ফুটবল মেসির উত্থান দেখেছিল। দেশেকে সোনা দিয়েছিলেন লিও মেসি। প্যারিসেও তাঁর জন্য ক্যাপ্টেন ব্যান্ড ছেড়ে দিতে প্রস্তুত থিয়েগো আলমাডা। কারণ, আর্জেন্টিনার জার্সিতে শেষবার অলিম্পিক খেলতে চান মেসি। এটাই মেসির স্বপ্ন।