বিশ্বকাপ ফাইনালের আগে বল পায়ে মেসি। যাবতীয় উদ্বেগ উড়িয়ে ফ্রান্স বধের প্রস্তুতিতে দলের সঙ্গে নেমে পড়লেন তিনি। আর ফাইনালে মাঠে নামার আগে শনিবার আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি জানিয়ে দিলেন, মেসির হাতে বিশ্বকাপ তুলে দিয়েই কাতারকে স্মরণীয় করে রাখবে আর্জেন্টিনা। তাই মেসি বনাম এমবাপের লড়াই দূরে ঠেলে শুধু মেসি আবেগে ভেসে গেলেন চুয়াল্লিশ বছরের এই আর্জেন্টাইন।
শনিবার দুপুরেই ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল খেলার ইঙ্গিত দিয়েছিলেন লিও মেসি। ছোট দুটি লাইনেই পরিষ্কার করে দিয়েছিলেন তাঁর যাবতীয় বার্তা। মেসি খেলছেন, এই খবরেই চেগে ওঠে আর্জেন্টিনা। কারণ, গত দু রাত তাঁরাও চোখের পাতা এক করতে পারেননি। সারাক্ষণ একটাই চিন্তা তাঁদের গিলে খাচ্ছিল। লিও খেলবেন তো ? তিনি তৈরি, খেলছেন। এই বার্তা যখন থেকে ফেসবুকে ভেসে উঠেছে, তখন থেকে স্বস্তি।
স্বস্তিতে মেসিদের কোচও। তাই বিশ্বকাপ শুরু আগে জানালেন, তিনি ভাগ্যবান। তিনি লিও মেসির আর্জেন্টিনার কোচ। মাঠে নামার আগে ফুটবলারদের ধন্যবাদ জানিয়েছেন। এবার বিশ্বকাপটা শুধু তুলে দিতে চান মেসির হাতে। তাতেই ষোলো কলা পূর্ণ হবে বলেই দাবি স্কালোনির।