ইন্দোনেশিয়ার পর এবার আর্জেন্টিনা। ফুটবল মাঠে দাঙ্গায় প্রাণ হারালেন এক ফুটবল সমর্থক। বৃহস্পতিবার আর্জেন্টিনা ফুটবল লিগের ম্যাচ দেখতে আসেন কিছু সমর্থক। সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একজন। ভিড় সামলাতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। ম্যাচও বাতিল হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার রাতে নামে আর্জেন্টিনার স্থানীয় দল জিমনেসিয়া ওয়াই এসগ্রিমা। প্রতিপক্ষ দল ছিল বোকা জুনিয়ার্স। স্টেডিয়াম কর্তৃপক্ষের দাবি, ওই টিমের সমর্থকদের নিয়ন্ত্রণ করতে পুলিশকে টিয়ার গ্যাস, রবার বুলেট ব্যবহার করতে হয়। এদিন ম্যাচ শুরু হওয়ার ৯ মিনিটের মাথায় ম্যাচটি থামিয়ে দিতে বাধ্য হন রেফারি।
আরও পড়ুন: দেশের ফুটবল এবার পাড়ি দেবে বিদেশে! আরবে আয়োজিত হতে পারে সন্তোষ ট্রফির ফাইনাল
আর্জেন্টিনার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বার্নি টোডো নিটোসিয়াজ জানিয়েছেন, একজনের মৃত্যু হয়েছে। যা দুর্ভাগ্যজনক। হৃদযন্ত্রের সমস্যায় তিনি মারা যান।