বিশ্বকাপের আর মাত্র তিন দিন। তার আগে প্রস্তুতি ম্যাচে গোল পেলেন মেসি। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৫-০ গোলে জয় আর্জেন্টিনার। এই নিয়ে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকল নীল-সাদা জার্সি। বুধবার কাতারে ম্যাচের প্রথম থেকেই দারুণ ছন্দে দেখায় আর্জেন্টিনাকে। ফলাফলেই তারই প্রতিফলন ধরা পড়ল।
এদিন সংযুক্ত আরব আমির শাহির বিরুদ্ধে ১৭ মিনিটে প্রথম গোল করেন জুলিয়ান আলভারেজ। ২৫ ও ৩৬ মিনিটে গোল করেন দি মারিয়া। ৪৪ মিনিটে আর্জেন্টিনার হয়ে চতুর্থ গোল করেন লিও মেসি। আবু ধাবির মহম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে গোটা ম্যাচেই দাপট দেখাল নীল-সাদা জার্সি। কয়েকবার পাল্টা আক্রমণের চেষ্টা করেও লাভ হয়নি।
দ্বিতীয়ার্ধে নামার আগে বড় ব্যবধানে এগিয়ে যাওয়ায় সুবিধা হয় আর্জেন্টিনার। খেলার দখল ধরে রেখে টিমে বেশ কিছু পরিবর্তন করেন কোচ লিয়োনেল স্কালোনি। ম্যাচের ৬০ মিনিটে আর্জেন্টিনার হয়ে পাঁচ নম্বর গোল করেন জোয়াকুইন কোরিয়া। এরপর গোটা ম্যাচ বল দখলের অনুশীলন করেন মেসিরা। গোটা ম্যাটে ৬৭১টি পাস খেলেন মেসিরা। মঙ্গলবার সৌদি আরবের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। তার আগে এই জয় নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস দেবে টিমকে।