ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রির সিদ্ধান্ত একরকম নিশ্চিত। ক্লাব বিক্রি করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে গ্লেজার পরিবার। রেড ডেভিলসকে কিনতে এগিয়ে বিশ্বের একাধিক বড় সংস্থার নাম শোনা যাচ্ছে। সূত্রের খবর, তালিকায় আছে ফেসবুক, অ্যামাজন, অ্যাপেলের মতো সংস্থা।
বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের এক্সিকিউটিভ কো এক্সিকিউটিভ চেয়ারম্যান আব্রাম গ্লেজার ও তাঁর ভাই জোয়েল গ্লেজার। শোনা গিয়েছে ক্লাব কিনতে এখনও পর্যন্ত ভারতীয় মুদ্রায় ৫৭ হাজার কোটি টাকা দাম দিতে তৈরি সংস্থাগুলি। ক্লাব কিনতে আগ্রহী ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যামও। তবে তিনি বিনিয়োগকারীদের গোষ্ঠী তৈরি করে ক্লাব কেনার পরিকল্পনা করছেন। দৌড়ে আছে দুবাইয়ের একটি সংস্থা। তবে সবই প্রাথমিক স্তরে আছে।
ইউরোপের একাধিক প্রথম সারির ক্লাবের মালিকানা দুবাইয়ের কোনও ধনকুবের বা সংস্থার হাতে আছে। গত বছর নিউ ক্যাসল টিমকে কিনেছে সৌদি আরবের এক সংস্থা। ম্যাঞ্চেস্টার সিটির মালিকানা আছে আবু ধাবির এক সংস্থার হাতে। ম্যান-ইউ-কেও কিনে নিতে পারে মধ্য প্রাচ্যের কোনও সংস্থা।