আপাতত ইস্টবেঙ্গলে খেলতে পারবেন আনোয়ার। এমনই জানিয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। রবিবারই আইএসএলে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে লাল-হলুদ জার্সিতে মাঠে দেখা যাবে তাঁকে। বৃহস্পতিবার কমিটির পক্ষ থেকে জানানো হয়, আনোয়ার ইস্যুতে পরবরর্তী শুনানি, আগামী ৩০ সেপ্টেম্বর। তার আগে লাল-হলুদের হয়ে খেলতে পারবেন।
বৃহস্পতিবার বিকেলে যুবভারতী স্টেডিয়ামে প্র্যাকটিস করে ইস্টবেঙ্গল। অনুশীলনে ছিলেন আনোয়ার। ডুরান্ডের সময় থেকেই ইস্টবেঙ্গলে অনুশীলন করছেন। কিন্তু আইএসএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে দলে রাখা হয়নি আনোয়ারকে। অনুশীলনে হেক্টর ইউস্তের সঙ্গে আনোয়ারকেই সেন্ট্রাল ডিফেন্সে রাখছেন কোচ কার্লেস কুয়াদ্রাত। যা থেকে স্পষ্ট, কেরালার বিরুদ্ধে প্রথ একাদশেই থাকবেন আনোয়ার।
চলতি মরশুমের শুরু থেকে রক্ষণ নিয়ে বেশ চাপে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। ডুরান্ড, চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন ম্যাচ, আইএসএলে প্রথম ম্যাচ, সব কটি খেলায় নড়বড়ে রক্ষণ চিন্তা বাড়িয়েছে সমর্থকদের। চোট সমস্যায় ইনেক ডিফেন্ডারকে পাচ্ছেন না কোচ। লাল কা্ড দেখায় কেরালা ম্য়াচে নেই লালচুংনুঙ্গা। ফিট নন নিশু কুমার ও প্রভাত লাকড়া। মহম্মদ রাকিপের খেলা নিয়েও প্রশ্ন রয়েছে।