পিছিয়ে গেল ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলি মামলার শুনানি। জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের আইনজীবী অসুস্থ। তাঁর শিরদাঁড়ায় অস্ত্রোপচার করানো হবে। সেই কারণেই আদালতের কাছে তিনি বাড়তি ৪ সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন।
যদিও এই চিঠির ভিত্তিতে কড়া বার্তা দিয়েছে প্লেয়ার্স স্টেটাস কমিটি। জানানো হয়েছে, দুই সপ্তাহের বেশি সময় দেওয়া যাবে না। এই মামলার আগামী শুনানির তারিখ ধার্য করা হয়েছে ১৪ অক্টোবর। এই তারিখই চূড়ান্ত বলেও জানানো হয়েছে প্লেয়ার্স কমিটির পক্ষ থেকে।
আগামী সোমবার অর্থাৎ ৩০ সেপ্টেম্বর আনোয়ার ইস্যুতে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু ইস্টবেঙ্গলের আইনজীবী চিঠি দিয়ে জানিয়েছেন, আগামী ৮ অক্টোবর তাঁর শিরদাঁড়ায় অস্ত্রোপচার হবে। তাই বাড়তি সময় চেয়ে নিয়েছেন তিনি। কারণ অস্ত্রোপচারের পর তাঁর পক্ষে দীর্ঘক্ষণ বসে থাকা সম্ভব না। তাই অন্তত ৪ সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন।
যদিও প্লেয়ার্স কমিটির তরফে এত সময় দেয়নি। অস্ত্রোপচারের ৬ দিন পর শুনানির তারিখ ধার্য করা হয়েছে। আগামী ১৪ অক্টোবর বিকেল ৫ টার সময় এই মামলার শুনানি হবে। একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে আর সময় দেওয়া হবে না। যদি কোনও পক্ষের আইনজীবী উপস্থিত না থাকতে পারেন, সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।