আনোয়ার আলি ইস্টবেঙ্গলের জার্সিতেই খেলবেন। ক্রমশই উজ্জ্বল হচ্ছে সেই সম্ভাবনা। জানা গিয়েছে, তারকা ডিফেন্ডারকে আপাতত একটি অন্তর্বর্তী নির্দেশ দিতে পারে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। আর সেই নির্দেশের প্রেক্ষিতেই আপাতত লাল-হলুদ জার্সি গায়েই দেখা যেতে পারে আনোয়ার আলিকে। তবে, এই ইস্যুতে আরও একটি শুনানি হবে।
গত শনিবার আনোয়ার আলি মামলার শুনানি থাকলেও তা সম্পূর্ণ হয়নি। এরপর ফের মঙ্গলবার আনোয়ার আলি মামলার শুনানি রাখা হয়। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে এদিন সব পক্ষের কথা শোনে। বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা ছিল।
কিন্তু বুধবার এই বিষয় আলোকপাত করেনি পিএসসি। জানানো হয়নি আনোয়ারকে কতটা শাস্তি দেওয়া হবে, আদেও শাস্তি হবে কি না এই বিষয়ে কিছুই জানানো হয়নি। এই বিষয়ে আরও একটি শুনানি হবে বলে জানানো হয়েছে। আর এই শুনানি না হওয়া পর্যন্ত আপাতত আনোয়ারকে ইস্টবেঙ্গলের জার্সিতে খেলার অনুমতি দিয়ে একটি অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।
ত্রিপাক্ষিক 'প্লেয়ার লোন' চুক্তি ভঙ্গের অভিযোগে আনোয়ার আলি-সহ ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব এবং দিল্লি এফসিকে ১২.৯ কোটি টাকা জরিমানা করে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। একই সঙ্গে তাঁকে নিজের পছন্দ মতো ক্লাবে সই করারও অনুমতি দেওয়া হয়। এরপর দিল্লি উচ্চ আদালত প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সেই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিয়েছিল। এর পরেই আনোয়ারকে নিয়ে শুরু হয় বিতর্ক।