একদিন তাঁর দূর্গে আটকে গিয়েছিল দিয়েগো মারাদোনার পর পর দু বার বিশ্বজয়ের স্বপ্ন। কিন্তু মঙ্গলবার হৃদরোগ তাঁর দূর্গকেই ভেঙে তছনচ করে দিল। প্রয়াত বিশ্বজয়ী জার্মান ফুটবলার আন্দ্রে বেহমে। বয়স হয়েছিল ৬৩ বছর। ১৯৯০ সালে বিশ্বকাপে পেনাল্টি থেকে গোল করে পশ্চিম জার্মানিকে তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন ব্রেহমে। অধিনায়ক ছিলেন লোথার ম্যাথাউজ।
ফারাক ছিল মাত্র চার বছরের। মেক্সিকোর অ্যাজিটেক স্টেডিয়াম পশ্চিম জার্মানিকে তিন-দুই গোলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল মারাদোনার আর্জেন্টিনা। সেদিন মাঠে বসেই চোখের জল ফেলেছিলেন জার্মান এই ডিফেন্ডার। চার বছর পরের রোম। তাঁর গোলে স্বপ্ন ভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার।
এই কলকাতাতেও খেলে গিয়েছিলেন ব্রেহমে। বায়ার্ন মিউনিখ মাস্টার্স দলের হয়ে খেলতে এসেছিলেন তিনি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেই ম্যাচে খেলেছিল তাঁর দল। ফুটবল থেকে বিদায়ের পর ধারে ডুবে গিয়েছিলেন তিনি। বাঁচার জন্য চালাতে হয়েছিল যুদ্ধ। সেই যুদ্ধই থেমে গেল মঙ্গলবার। জার্মানির হয়েছে ৮৬টি ম্যাচ খেলেছিলেন তিনি। তাঁর নামের পাশে গোলের সংখ্যা ছিল আট।