Footballer Death : দুই স্টেশনের মাঝে চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেল এক বিদেশি ফুটবলারের

Updated : Jun 05, 2022 07:34
|
Editorji News Desk

স্বপ্ন ছিল বাংলার (West Bengal) মাটিতে দাপিয়ে ফুটবল (Football) খেলার। বিশেষ করে ময়দানের (Kolkata Maidan) ক্লাবে নিজেকে প্রতিষ্টা করার। কিন্তু শনিবার গতির কাছে ভেঙে গেল সেই স্বপ্ন। ভারতে (India) ফুটবল খেলতে এসে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক আফ্রিকান ফুটবলারের (An African Footballer)। এদিন দুপুরে টিটাগড় (Titagrah) ও খড়দহ (Khardaha) স্টেশনের মাঝে ট্রেন (Train) থেকে পড়ে যান ওই ফুটবলার। আহত অবস্থায় রেল লাইনেই দীর্ঘক্ষণ পড়েছিলেন তিনি। পরে বারাকপুরের (Barrackpore) এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, ঘণ্টা দুই জীবিত থাকার পরই মৃত্যু হয় ওই ফুটবলারের।

জানা গিয়েছে, দ্রিদিয়ের দ্রোগবার আইভরি কোস্ট (Ivory Cost) থেকে এই বাংলায় স্রেফ ফুটবল খেলার টানেই এসেছিলেন ওই ফুটবলার। থাকতেন উত্তর ২৪ পরগনার অশোকনগর (Ashoknagar) এলাকায়। এদিন দুপুরে টিটাগড় ও খড়দহের মাঝে আচমকায় ভিড় ট্রেন থেকে পড়ে যান তিনি। দুটি লাইনের মাঝখানে তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারাই। তাঁদের চেষ্টাতেই বারাকপুরের ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে ভিড় ট্রেন ওই সময় ওই আফ্রিকান ফুটবলার কোথায় যাচ্ছিল, কেন যাচ্ছিল, তা রাত পর্যন্ত স্পষ্ট হয়নি। একটি সূত্র দাবি করছে, খেলার কিছু সরঞ্জাম কিনতে তিনি শিয়ালদহের দিকে বেরিয়েছিলেন। আবার আরেক একটি সূত্রের দাবি, কলকাতা ময়দানে কোনও এক ক্লাব কর্তার দেখা করতেই তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে দমদম রেল পুলিশ। রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, আইভরি কোস্টে তাঁর পরিবারের কাছে মৃত্যু সংবাদ পাঠানো হয়েছে।

Train AccidentrailFootballerafrican

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও