মরশুমের প্রথম ডার্বি জিতে এখন চনমনে ইস্টবেঙ্গল সমর্থকরা। তার উপর স্বাধীনতা দিবসে নতুন উপহার। মঙ্গলবার প্রকাশিত হল লাল-হলুদ সমর্থকদের নতুন গান আমার ইস্টবেঙ্গল। এক ফ্যান ক্লাবের তরফ থেকে এই গান সমর্থকদের উৎসর্গ করা হয়েছে।
গায়ক ময়দানে অতি পরিচিত ইস্টবেঙ্গল ভক্ত মনোময় ভট্টাচার্য। তাঁর সঙ্গে এই গানে গলা মিলিয়েছেন ছেলে আকাশও। অতীতে ইস্টবেঙ্গলের বার্ষিক অনুষ্ঠানে গান গেয়েছেন মনোময়। এখনও ময়দানে ইস্টবেঙ্গলের খেলা থাকলে তিনি মিস করেন না।
যদিও ইস্টবেঙ্গলের সরকারি থিম সঙের গায়ক অরিজিৎ সিং। একশো বছর ধরে গানটি তিনি গেয়েছিলেন লাল-হলুদের শতবর্ষে। গত আইপিএলে ধোনিকে পায়ে হাত দিয়ে প্রণাম করে ভাইরাল হয়েছিলেন অরিজিৎ।