কলকাতায় বিশ্বকাপ জয়ী এমি মার্টিনেজের প্রথম অনুষ্ঠানেই বিশৃঙ্খলার অভিযোগ। এদিন মিলন মেলার মাঠে বিশ্বকাপ জয়ীর সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে এই বিশৃঙ্খলা তৈরি হয় বলে অভিযোগ উঠছে। যা সামলাতে কার্যত হিমসিম খেতে হয় কলকাতা পুলিশকে। অভিযোগ, এই ঘটনায় মার্টিনেজের গাড়ির কাঁচও ভাঙা হয়। মূলত বিশ্বজয়ীকে একবার ছুঁয়ে দেখার জন্য সবাই কার্যত মঞ্চের সামনে চলে আসে। অভিযোগ সেখান থেকেই বিশৃঙ্খলার সূত্রপাত।
মিলন মেলার এই অনুষ্ঠানে প্রায় পঁচিশ মিনিট পরে মার্টিনেজ আসেন বলেই জানা গিয়েছে। তার আগে থেকে ভিড় জমে যায়। মূলত ছবি তোলার জন্যই ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মার্টিনেজ মঞ্চে উঠতে হুড়োহুড়ি বাড়ে। মূলত তাঁকে ছুঁতে চেয়ে হুড়োহুড়ি করার অভিযোগ ওঠে মঞ্চে থাকা একাধিক প্রাক্তন ফুটবলারের বিরুদ্ধে।
একইমঞ্চে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপারকে কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। যদিও এই বিশৃঙ্খলার জন্য কে দায়ী, তা নিয়ে এখন শুরু হয়েছে দড়ি টানাটানি। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছে কলকাতা পুলিশ। পুলিশের দাবি, পরিস্থিতি ঠিক সময়ে সামলে দেওয়া হয়েছে।