গুরমীত সিংয়ের পেন্টালি সেভ। রাহুল কেপি জিরো ডিগ্রি কোণ থেকে গোল। ৯০ মিনিট পর সব জলে। প্রথম ম্যাচে আয়োজক চিনের কাছে ৫-১ গোলে হেরে নয় বছর পর এশিয়ান গেমস শুরু করল ভারত। ম্যাচের ১৬ মিনিটে গোল করেই এগিয়ে যায় চিন।
ম্যাচের ২৪ মিনিটে পেনাল্টি বাঁচিয়ে সবাইকে চমকে দেন ভারতীয় গোলকিপার গুরমীত সিং। তবে ৪৬ মিনিটে আন্তর্জাতিক মঞ্চে রাহুল কেপির গোল আগামী বেশ কয়েক বছর মনে রাখবেন ভারতীয় ফুটবল প্রেমীরা। ডানদিক থেকে পাস পেয়ে লম্বা দৌড়। তার শূন্য ডিগ্রি কোণ থেকে গোল।
কোনও প্রস্তুতি নেই। কোনও অনুশীলন ম্যাচ নেই। এই পরিস্থিতিতে চিনের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। কোচ ইগর স্তিমাচের ভরসা বলতে ৩৯ বছরের সুনীল ছেত্রী। প্রথমার্ধে তাঁর দূরপাল্লা শট অল্পের জন্য বার উচিয়ে চলে যায়। ৮৫ মিনিটে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক।
গ্রুপ-এ-তে ভারতের পরের দুটি প্রতিপক্ষ বাংলাদেশ এবং মায়ানমার। এই দুটি ম্যাচ জিতলেই এশিয়ান গেমসে নকআউটে যাওযার সুযোগ থাকবে। যদিও গ্রুপের প্রথম ম্যাচেই মায়ানমার চার-দুই গোলে বাংলাদেশকে হারিয়ে তিন পয়েন্ট পেয়েছে।