মঙ্গলবার ভোররাতে কোপা আমেরিকায় যাত্রা শুরু করতে চলেছে ব্রাজিল। প্রতিপক্ষ কোস্টা রিকা। এবার তরুণ ফুটবলারদের নিয়ে তৈরি হয়েছে টিম। সেলেকাওদের নতুন কোচ দোরিভাল জুনিয়র। গত বছর কোপা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এবার কোপা জিতে ২০২৬ বিশ্বকাপের রোডম্যাপ তৈরি করতে চাইছে ব্রাজিল।
কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে ৩-২ গোলে মেক্সিকোকে হারিয়েছিল ব্রাজিল। আমেরিকার সঙ্গে ম্যাচ ড্র হয়। তরুণ ব্রাজিলের অন্যতম মুখ ভিনিসিয়াস জুনিয়র। টিমে আছেন রাফিনহা। চোট পেয়ে আপাতত মাঠের বাইরে নেইমার। তাঁকে বাদ দিয়েই দলকে কোপা আমেরিকায় বড় সাফল্য আনতে চাইছেন কোচ দোরিভাল জুনিয়র।
গত মরশুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম কারিগর ভিনিসিয়াস জুনিয়র। তাঁকে এবার কোপা আমেরিকায় বাড়তি গুরুত্ব দেবে ব্রাজিল। পাঁচবারের বিশ্বজয়ী টিমের কোচ দোরিভাল জুনিয়র জানিয়েছেন, ভিনির মতো ক্ষিপ্র ও তরতাজা ফুটবলার চাই। যে মাঠে নেমে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করবে। তাঁর প্রত্যাশা এবার টুর্নামেন্টে সেই দায়িত্ব প্রমাণ করবেন ভিনিসিয়াস জুনিয়র।