Qatar World Cup Morocco Fan : মরক্কো ম্যাচ দেখতে কাতারে ভরছে সমর্থক সমাগমে, টিকিটের দাম উঠল ৪ লাখ টাকা

Updated : Dec 16, 2022 14:30
|
Editorji News Desk

একটা টিকিট চার লাখ! কাতার বিশ্বকাপে ফের টিকিটের কালোবাজারির অভিযোগ। এবার দ্বিতীয় সেমিফাইনালের ম্য়াচ ঘিরে। বুধবার ভারতীয় সময় মধ্যরাতে আল বায়েত স্টেডিয়ামে মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও এই বিশ্বকাপের বিস্ময় মরক্কো। তার আগে টিকিটের হাহাকারের সঙ্গে পাল্লা দিয়েছ কালোবাজারি। এই পরিস্থিতিতে মরক্কো ম্য়াচ দেখার জন্য মঙ্গলবার থেকে দোহায় এসেছেন শয়ে শয়ে সমর্থক। দোহা বিমানবন্দরের এক তথ্য়ে দাবি করা হয়েছে, মঙ্গলবার সকাল থেকে বুধবার দুপুর পর্যন্ত ইউরোপ এবং মরক্কো থেকে এই ম্য়াচ দেখার জন্য কাতার এসেছেন কমপক্ষে পাঁচ হাজার জনতা। যার ফলে টিকিটের চাহিদা আরও বেড়ে গিয়েছে। আর সেই সুযোগেই বাড়ছে কালোবাজারি। কাতার পুলিশ জানিয়েছে, ভারতীয় টাকায় ১৭ হাজার টাকা টিকিট কালোবাজারে পাওয়া যাচ্ছে চার লাখ টাকায়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এদিকে, ফ্রান্সের দূর্গ এদিন ভাঙবেই। কাতারে এসে এমনটাই দাবি মরক্কোর সমর্থকদের। 

নিঃসন্দেহে এই বিশ্বকাপের বিস্ময় মরক্কো। তাঁদের দেশ এত পর্যন্ত আসবে, তা কল্পনাতেও ভাবতে পারেননি অতিবড় সেই দেশের ফুটবল সমর্থক। কিন্তু সেমিফাইনালে ওঠার পর সেই সুযোগ হাতছাড়া করতে নারাজ আম মরক্কোবাসি। তাই সোমবার থেকেই দেশের বিমানবন্দরের সামনে লম্বা লাইন পড়েছিল। একটা উড়ানের টিকিটের জন্য সবাই ঝাঁপিয়েছেন। যিনি পেয়েছেন, তিনি নিজেকে ভাগ্যবান বলেই দাবি করেছেন। 

এদিকে ফ্রান্স-মরক্কো ম্য়াচ নিয়ে কড়া নিরাপত্তা দোহার প্রতিটি রাস্তায়। এমনকী ইউরোপের বিভিন্ন দেশেও এই ম্য়াচ ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ করে প্য়ারিসে ম্য়াচ শেষের পর ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। নিষিদ্ধ হয়েছে ম্য়াচ শেষের উল্লাস। 

Qatar World Cup 2022FanMoroccoDohaWorld Cup Semi Final

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও