ভারতীয় ফুটবলের উপর থেকে ফিফারা শাস্তির খাঁড়া তুলতে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার সঙ্গে আলোচনা শুরু করল কেন্দ্র। বুধবার সুপ্রিম কোর্টে একথা জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা। এই পরিস্থিতিতে আগামী ২২ অগাস্ট পর্যন্ত ভারতীয় ফুটবল নিয়ে শুনানি পিছিয়ে দিল শীর্ষ আদালত। ফলে নির্যাস, ঝুলেই রইল বিশ্ব ফুটবলের মঞ্চে সুনীল ছেত্রীদের ভবিষ্য়ৎ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দিল্লির ফুটবল হাউজে জরুরি বৈঠকে বসবে ভারতীয় ফুটবল ফেডারেশন। এই বৈঠকে রাজ্যের প্রতিনিধিদের পাশাপাশি ডাকা হয়েছে দেশের বেশ কয়েকজন নামী আইন বিশেষজ্ঞদেরও।
মঙ্গলবার ভোররাতে ফিফার শাস্তির খাঁড়া নামতে, দেশের প্রাক্তন থেকে ফুটবল কর্তারা এদিন তাকিয়ে ছিলেন শীর্ষ আদালতের দিকে। কারণ, তাঁরা মনে করেছিলেন ফিফার দেওয়া দুটি শর্ত, এক, দ্রুত নির্বাচন করতে হবে। আর দুই আদালত নিযুক্ত প্রশাসকদের বরখাস্ত করতে হবে - তা কার্যকর করতেই ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এদিন জানিয়েছে, এই মুহূর্তে অগ্রাধিকার দ্রুত শাস্তি খাঁড়া তুলে দেশের মাটিয়ে মেয়েদের যুব বিশ্বকাপ আয়োজন করা। তারজন্য যা করা উচিত, তা দ্রুত করতে কেন্দ্রেকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। কারণ, আদালতকে কেন্দ্র জানিয়েছে, তারা ইতিমধ্যে উদ্যোগ নিয়ে ফিফার সঙ্গে কথা বলছে।
সামনের পাঁচদিন কেন্দ্রকে সময় দিয়েছে শীর্ষ আদালত। পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে ২২ অগাস্ট। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দ্বারকার ফুটবল হাউজে জরুরি বৈঠক ডেকেছে ফেডারেশন। ওয়াকিবহাল মহলের খবর, আদালতের নির্দেশের অপেক্ষা হয়তো না করেই, তারা এবার নিজেদের মতো করেই সিদ্ধান্ত নিতে পারে। সেই কারণে রাজ্যের প্রতিনিধিদের এই বৈঠকে ডাকা হয়েছে। ডাকা হয়েছে দেশের বেশ কয়েকজন নামী আইন বিশেষজ্ঞদের।