কলকাতায় রবিবারের আইপিএলটা ছিল যেন অনেকটা ধোনি বনাম কেকেআর । ঘরের মাঠেই কলকাতাকে ৪৯ রানে হারায় ধোনি ব্রিগেড । এই নিয়ে টানা পাঁচ ম্যাচে হারল কলকাতা । হারের কারণ হিসেবে উঠে আসছে ব্যাটিং-বোলিংয়ের ব্যর্থতা । প্রতিপক্ষের রান তোলা আটকাতে পারেননি বোলাররা । চাহিদা অনুযায়ী ব্যাটিং করতে পারেননি ব্যাটাররা । পাওয়ার প্লে সেভাবে কাজে লাগাতে পারেনি কলকাতা । এসব কারণ ছাড়াও কেকেআরের হারের পিছনে রয়েছে আরও তিনটি অন্য কারণ ।
ওপেনিং জুটি নিয়ে পরীক্ষা আর শেষ হচ্ছে না কলকাতার । দুই ওপেনার জগদীশন এবং নারাইন খেলতে নেমেই এদিন আউট হন । যা আরও চাপে ফেলে দেয় কেকেআরকে । কেকেআরের ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে কোনও বিকল্প নেই । অন্যদিকে, বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি ক্রিকেটারদের উপর বেশি ভরসা করে ফেলছে কেকেআর । কিন্তু, দলে ছন্দে নেই রাসেল ও নারাইন । তারই মাশুল গুনতে হচ্ছে কেকেআরকে ।