ব্রেন্ডন ম্যাকালামের থেকে হাতছাড়া হল নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ টি২০ রানের ইনিংসের কৃতিত্ব। বুধবার ডুনেডিনে নয়া রেকর্ড গড়লেন ফিন অ্যালেন। পাকিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজের তৃতীয় ম্যাচে মাত্র ৬২ বলে ১৩৭ রানের ঝোড়ো ইনিংস খেললেন। মারলেন ১৬টা বিশাল ওভার বাউন্ডারি! ২০১২ সালে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ ম্যাচে ম্যাকালামের করা ১২৩ রানের রেকর্ড ভেঙে গেল।
১৬টা ওভার বাউন্ডারি ছাড়াও ৫টা বাউন্ডারি মেরেছেন ফিন অ্যালেন। পাকিস্তানের বোলারদের মধ্যে তিনি সবথেকে বেশি নির্দয় ছিলেন হ্যারিস রউফের ওপর। মাত্র ৪ ওভারে ৬০ রান দেন রউফ! তাঁর একটি ওভারে ফিন অ্যালেন নেন ২৭ রান!
মূলত ফিন অ্যালেনের এই অতিমানবিক ইনিংসের ওপর ভর করেই মাত্র ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে কিউয়িরা তোলে ২২৪ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৭৯ রানে থেমে যায় পাক ইনিংস। ৪৫ রানে ম্যাচটি জেতে নিউজিল্যান্ড।