২০২৬ সালে ফিফা বিশ্বকাপ । কিন্তু, দু'বছর আগেই বিশ্বকাপের দামাম বেজে গিয়েছে, তা বলা যেতে পারে । বিশ্বকাপের সূচি প্রকাশ করে দিল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। কবে কোথায় শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ, ফাইনালই বা কোথায় অনুষ্ঠিত হবে, তা জানিয়ে দেওয়া হল সম্প্রতি ।
ফিফা জানিয়েছে, ২০২৬ সালের ১১ জুন শুরু হচ্ছে বিশ্বকাপ । শেষ হবে ১৯ জুলাই । মেক্সিকো, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিলিত ভাবে পরবর্তী বিশ্বকাপ আয়োজন করবে। প্রথম ম্যাচ মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে । আর ফাইনাল হবে নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ।
২০২৬ বিশ্বকাপে প্রথম বার ৪৮ দল অংশ নেবে। সব মিলিয়ে ১০৪টি ম্যাচ। ১৬টি শহরজুড়ে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে । কানাডায় ১৩টি ম্যাচ আয়োজিত হবে । মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস শহরে বিশ্বকাপের সবচেয়ে বেশি ৯টি ম্যাচ হবে। উল্লেখ্য, ২০২২ সালে বিশ্বকাপ হয়েছিল কাতারে। চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।