Brussels unrest : মরক্কোর বিরুদ্ধে হার বেলজিয়ামের,রাতভর ভাঙচুর ব্রাসেলসে, আটক ১০

Updated : Dec 05, 2022 17:03
|
Editorji News Desk

ব্রাসেলসে হিংসার (Brussels unrest ) ঘটনায় আটক করা হল দশজনকে । সেইসঙ্গে গ্রেফতার করা হয়েছে একজনকে । বেলজিয়ামের (Belgium VS Morocco ) এক সংবাদমাধ্যমের তরফে এমনই জানানো হয়েছে । রবিবার বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে গিয়েছে বেলজিয়াম । তারপরেই বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে (Brussels) ব্যাপক অশান্তি ছড়ায় । শহরের পথে একের পর এক গাড়ি, স্কুটারে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা । পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ।

কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে হার মেনে নিতে পারেননি অন্যতম সেরা দল বেলজিয়াম-এর সমর্থকরা । জানা গিয়েছে, ম্যাচে জয়ের পর মরক্কোর বেশ কিছু সমর্থক দেশের পতাকা গায়ে জড়িয়ে রাস্তায় নেমে উদযাপন করেন । এদিকে, রাগে-ক্ষোভে বেলজিয়ামের সমর্থকরাও বিক্ষোভ দেখাতে শুরু করেন । এরপরই দুই পক্ষের মধ্য়ে সংঘর্ষ শুরু হয় । বিক্ষোভকারীদের হাতে লাঠি ছাড়াও আরও বেশ কিছু জিনিস ছিল বলে জানিয়েছে পুলিশ। দু’পক্ষের ঝামেলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে । আহত হয়েছেন এক সাংবাদিক । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামে পুলিশ । জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করেন তাঁরা ।

আরও পড়ুন, Qatar World Cup Morocco Win : কাতারে ছুটছে মারাকাস এক্সপ্রেস, বেলজিয়ামকে ২-০ হারিয়ে অঘটন মরক্কোর
 

রবিবার কাতার বিশ্বকাপে তৃতীয় অঘটন ঘটেছে । বিশ্বের দু নম্বর বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো । দুই সুপার সাবই শেষ করে দিলেন বেলজিয়ামকে। ম্য়াচের ৭৩ মিনিটে প্রথম গোল সাবিরির। আর ৯২ মিনিটে বেলজিয়ান কফিনে শেষ পেরেক ঠোকেন জাকারিয়া । ফলে চার পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে উঠে গেল করিম বেনশারিফার দেশ। সেক্ষেত্রে বেলজিয়ামকে এখন শেষ ষোলোয় উঠতে শেষ ম্য়াচে তাদের ক্রোয়েশিয়াকে হারাতেই হবে। আর কাতারে মাটিতে সেই ম্য়াচ হতে চলেছে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনেলের অ্য়াকশন রিপ্লে।

BelgiumBrusselsFifa world cup 2022MoroccoriotFootball

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও