২০২৬-এ উল্লেখযোগ্য বদল দেখতে চলেছে ফিফা বিশ্বকাপ। ৬৪ ম্যাচের বদলে টুর্নামেন্টে মোট ১০৪টি ম্যাচের আয়োজনের ব্যাপারে সিলমোহর দিল ফিফার গভর্নিং বডি। ২০২৬ সালে প্রথমবার বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে ৪৮টি দলকে নিয়ে।
এর আগেই ফিফার বিশেষ কমিটি আগামী ফুটবল বিশ্বকাপে ৩ দলের ১৬'টি গ্রুপের বদলে ৪ দলের ১২'টি গ্রুপের ব্যাপারে সবুজ সংকেত দেয়।
এই পরিবর্ধিত ফরম্যাটের ফলে প্রতিটি দলকে গ্রুপ লিগে কমপক্ষে ৩'টি করে ম্যাচ খেলতে হবে তাদের প্রতিপক্ষদের সঙ্গে।
উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার তিনটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। চলবে ৬ সপ্তাহ ধরে।