২০২৬ এবং ২০৩০ এ বিশ্বকাপে ফুটবলার পাঠানোর জন্য ইওরোপিও ক্লাবগুলোকে ৩০০০ কোটি টাকা দেবে ফিফা।
ইওরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশান-এর চেয়ারম্যান নাসের আল খেলাইফি একে ঐতিহাসিক চুক্তি তকমা দিয়ে খবর সুনিশ্চিত করেছেন।
সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী ২০১৮ এবং ২০২২ এর তুলনায় প্রায় ৭০ শতাংশ বরাদ্দ বাড়াল ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা।
এর আগেই প্রতি চার বছর অন্তর ৩২টি দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আয়োজনের ঘোষণা করেছিল ফিফা, আগামী ২০২৫ সাল থেকেই শুরু হতে চলেছে তা।