যত সময় গড়াচ্ছে ততই শহরে উত্তেজনা বাড়াচ্ছে ডার্বি। ১৯ বছর পর ডুরান্ডের ফাইনালে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। টানটান এই ম্যাচের আগে দুই দলের সমর্থকদের মধ্য়ে ভ্রাতৃত্বের ছবি ফুটে উঠল।
রবিবার সকালে সল্টলেক দত্তাবাদে হাজির হয়েছিলেন ইস্ট বেঙ্গল ও মোহন বাগান সমর্থকরা। গোলাপী ও হলুদ গোলাপ একে অপরের হাতে তুলে দেন। তবে জয়ের ব্যাপারে দুই দলের সমর্থকরাই আত্মবিশ্বাসী।
ডার্বি নিয়ে কয়েকদিন আগে থেকেই উত্তেজনা শুরু হয়। শুক্রবার থেকে টিকিট বিক্রি শুরু হয়েছিল। যার জন্য ইস্টবেঙ্গল ও মোহনবাগান তাবুতে লম্বা লাইন চোখে পড়েছিল। এদিকে রবিবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকলেও আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বিকালের দিকে বৃষ্টি হতে পারে।
এদিকে রবিবার ডুরান্ডের ফাইনালে নামার আগে মোহনবাগানকে ধারেভারে এগিয়ে রাখলেন কুয়াদ্রাত। জানালেন, এবার মোহনবাগানের বিরুদ্ধে লড়াই মোটেও সহজ হবে না। তিনি মনে করছেন মোহনবাগান টিম হিসেবে অনেকটাই পরিণত হয়েছে।