Sanjay Bhangar : লিঙ্গ রূপান্তর করে আরিয়ান থেকে অনায়া, ক্রিকেট খেলার স্বপ্ন শেষ সঞ্জয় বাঙ্গারের সন্তানের!

Updated : Nov 12, 2024 13:52
|
Editorji News Desk

লিঙ্গ রূপান্তর...সমাজ এই শব্দটার সঙ্গে ভীষণাভাবেই পরিচিত । বর্তমানে অনেকেই বিজ্ঞানের সাহায্যে এখন পুরুষ থেকে মহিলা কিংবা মহিলা থেকে পুরুষ হয়ে উঠছেন । যাঁদের বলা হয় ট্রান্সজেন্ডার । উন্নত সমাজ এখনও তাঁদের বাঁকা চোখেই দেখে । এখনও বিভিন্ন ক্ষেত্রে তাঁদের কোনও স্বীকৃতি নেই । তবে, জানেন কি সম্প্রতি, লিঙ্গ রূপান্তর করে এক ব্যক্তি হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় । পুরুষ থেকে মহিলা হয়েছেন । ছিলেন আরিয়ান, হয়েছেন অনয়া । দীর্ঘ ১০ মাসের প্রক্রিয়ায় ছেলে থেকে মেয়ে হয়েছেন ।  কিন্তু, এখন প্রশ্ন একটাই লিঙ্গ রূপান্তরের ঘটনা এখন কোনও ব্যতিক্রমী বিষয় নয়, তাহলে হইচই-এর কারণ কী ? বিষয়টা একটু খোলসা করেই বলা যাক । 

আরিয়ান বা অনায়া ভারতের প্রাক্তন ক্রিকেটর সঞ্জয় বাঙ্গারের সন্তান । তিনি নিজেও একজন ক্রিকেটার । বাবার ক্রিকেট খেলা  দেখেই বড় হয়ে ওঠা । বাবা সঞ্জয় বাঙ্গারই তাঁর অনুপ্রেরণা । ক্রিকেটকেই কেরিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন তিনিও । বাবার মতোই দেশের হয়ে খেলার স্বপ্ন দেখেছিলেন । ক্রিকেট তাঁর কাছে একইসঙ্গে ভালবাসা, স্বপ্ন ও ভবিষ্যৎ । বাবা বাঙ্গারের মতোই ইসলাম জিমখানা ক্লাবের হয়ে খেলেছেন । লিসেস্টারশায়ারের হিঙ্কলে ক্রিকেট ক্লাবেও খেলেছেন । ক্রিকেট ছাড়া ভাবতে পারেননি কোনওদিন । কিন্তু, এখন ভাবতে হচ্ছে । নিজের আমি খুঁজে নিতে গিয়েই ক্রিকেট তাঁর কাছ থেকে দূরে সরে যাচ্ছে । ওই যে এখানে আবারও একই প্রসঙ্গ উঠে আসছে যে এখনও তাঁদের অনেক ক্ষেত্রে স্বীকৃতি দেওয়া হয়নি । ক্রিকেটই তার বড় উদাহরণ ।

দেশের জন্য ক্রিকেট খেলার স্বপ্ন ভেঙে চুরমার অনায়া-র । আইসিসি-র নিয়ম অনুযায়ী, ট্রান্সজেন্ডারদের এখনও পর্যন্ত মেয়েদের ক্রিকেটে নামার অনুমতি নেই । মাঠ, জার্সি, রান...অনায়া-প কাছে ধীরে ধীরে সবটা ঝাপসা হয়ে যাচ্ছে । হতাশা তাঁকে ঘিরে ধরছে । কিন্তু, নিজের নতুন পরিচয় নিয়ে খুশি অনায়া ।

আরিয়ান থেকে অনায়া হয়ে ওঠার ছবি, ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় । স্বাভাবিকভাবেই শারীরিক গঠনে আমূল পরিবর্তন হয়েছে । চেনাই যাচ্ছে না । নতুন সফর শুরু করেছেন । তাঁর এই নতুন জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তাও দিয়েছেন অনায়া । তিনি লেখেন, "ছোটবেলা থেকেই ক্রিকেট আমার জীবনের একটি অংশ। বড় হয়ে, আমি আমার বাবাকে দেশের প্রতিনিধিত্ব করতে এবং কোচ হতে দেখেছি । খেলার প্রতি তার আবেগ, শৃঙ্খলা এবং উৎসর্গ আমার জন্য খুব অনুপ্রেরণার ছিল । ক্রিকেট আমার ভালবাসা, আমার উচ্চাকাঙ্ক্ষা এবং আমার ভবিষ্যৎ হয়ে উঠেছে। আমি আমার দক্ষতাকে সম্মান করতে আমার সারা জীবন কাটিয়েছি, এই আশায় যে আমিও একদিন তাঁর মতো আমার দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাব।"

কিন্তু, ক্রিকেট তাঁকে ছেড়ে দিতে হবে । এই বিষয়ে ICC-র নিয়মকে দায়ী করেছেন, একইসঙ্গে ক্ষোভ উগড়ে দিয়েছেন । অনায়া লেখেন, "আমি কখনই ভাবিনি যে আমাকে এই খেলা ছেড়ে দিতে হবে। ক্রিকেটটা সরে গিয়েছে আমার কাছ থেকে । ট্রান্স উওমেনদের জন্য ক্রিকেটে সঠিক নিয়ম নেই । মনে হচ্ছে, নিয়মই যেন আমাকে ক্রিকেট থেকে বাতিল করে দিয়েছে।"

নিজের আমিকে খুঁজে পেয়ে যেমন খুশিও হয়েছেন, তেমনই নানারকম শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাঁকে । এইচআরটি অর্থাৎ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি-র মাধ্যমে ছেলে থেকে মেয়ে হয়েছেন অনায়া । এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি কী ?

মেয়েদের মেনোপজের পর হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা হরমোন প্রতিস্থাপন করা হয় । এই বিশেষ থেরাপিতে বিভিন্ন ডোজে ইস্ট্রোজেন দেওয়া হয় ।  ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের ভারসাম্য বজায় রাখে । আর এই থেরাপির মাধ্যমে ফের পিরিয়ড শুরু হয় মহিলাদের । একই থেরাপি লিঙ্গ রূপান্তর করতেও ব্যবহৃত হয় । কিন্তু, এই থেরাপিতে স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু ঝুঁকি রয়েছে ।

অনায়া যেমন নানারকম শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন । পেশী দুর্বল হয়ে যাচ্ছে, স্মৃতিশক্তির উপর প্রভাব পড়ছে । আবার এই থেরাপির কারণে জরায়ুর ক্যানসারের ঝুঁকি বাড়ে । স্ট্রোক, হৃদরোগের ঝুঁকিও বাড়ে ।  

Sanjay Bhangar

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও