মঙ্গলবার ইংল্যান্ড-স্লোভেনিয়ার ম্যাচের পাশাপাশি নজর ছিল গ্রুপের আরও একটি ম্যাচের দিকে । ডেনমার্ক বনাম সার্বিয়া । এই ম্যাচও শেষ হয় গোলশূন্য়ভাবে । তবে, দ্বিতীয় স্থানে শেষ করে শেষ ষোলোয় উঠে এসেছে ডেনমার্ক । এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে তারা । আর তিনটি ম্যাচই ড্র । তিন পয়েন্ট সংগ্রহ করে নক আউটে ডেনমার্ক ।
গ্রুপের একেবারে শেষে ছিল সার্বিয়া । জার্মানির মিউনিখ স্টেডিয়ামে দ্বিতীয় স্থানে থাকা দল ডেনমার্কের মুখোমুখি হয় তারা । ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও প্রতি-আক্রমণে দুই দলই বেশ কয়েকবার গোলের চেষ্টা করলেও, প্রতিবারই তা ব্যর্থ হয় । গোলের সুযোগ মিস হয় । বেশ কয়েকবার গোলের কাছেও পৌঁছে গিয়েও খাতা খুলতে পারেননি ড্যানিশরা ।
বর্তমানে ইংল্যান্ড গ্রুপে শীর্ষে রয়েছে । স্লোভেনিয়া বিরুদ্ধে ড্র হয়েছে ম্যাচ । শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে স্লোভেনিয়া । অন্যদিকে, তিনটি ম্যাচই ড্র করে দ্বিতীয় স্থানে ও শেষ ষোলোয় ডেনমার্ক ।