রোজই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে, ১ এপ্রিল থেকেই বাড়তে চলেছে ওষুধের দাম। পেইনকিলার, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-ইনফেকটিভের মতো জরুরি ওষুধের দাম এক ধাক্কায় ১২ শতাংশ বাড়ছে।
ওষুধের দাম নিয়ামক সংস্থা এনপিপিএ বেশ কিছু জরুরি ড্রাগের দাম ১২.১২১৮ % বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দাম বাড়ার কারণ হিসেবে জানানো হয়েছে, ওষুধের কাঁচামাল বা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টের (এপিআই) দাম বেড়েছে।
এপ্রিল মাস থেকে এর ফলে প্রায় ৮০০ টি ওষুধের দাম বাড়তে চলেছে।