ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে রীতিমতে চাপে পড়ে গিয়েছে ইংল্যান্ড। তৃতীয় টেস্টে বিরাট ব্যবধানে হারতে হয়েছে ইংরেজদের। সিরিজে ১-২ ফলে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের 'বাজবল' নীতি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। তবে তাতে দমে যাচ্ছেন না ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম।।তাঁর বক্তব্য, বাজবল থেকে সরে আসার কোনও কারণ নেই।
ম্যাকালামের ডাকনাম 'বাজ'। সেখান থেকেই এসেছে 'বাজবল'। ইংল্যান্ডের কোচ বলেছেন, সমালেচনা হবেই৷ মানুষ নিজের মতামত দিতেই পারেন। তবে তাতে কান দেবেন কি না তা তাঁদের উপরেই নির্ভর করছে। ম্যাকালামের কথায়, "ড্রেসিংরুমের মানসিকতা চমৎকার। সকলেই নিজেদের প্রতিভার প্রমাণ দিতে চায়।"
Post Covid-Lungs Problem: পোস্ট কোভিডে ফুসফুসের সমস্যা বাড়ছে ভারতীয়দের, বলছে গবেষণা
ইংল্যান্ড কোচের বক্তব্য, ১৮ মাস আগের তুলনায় এখন অনেক উন্নতি করেছেন তাঁরা। টেস্ট ক্রিকেট যাতে মানুষ উপভোগ করেন, তার জন্য তাঁদের জিততে হবে। ঘুরে দাঁড়ানো নিয়ে আত্মবিশ্বাসী ম্যাকালাম।